Special Offer for Professional Web Development Course (Wordpress) only Tk. 12,500/-




কেন ওয়ার্ডপ্রেস শিখবেন?

ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সময়ে সর্বধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) বর্তমানে পৃথিবীর প্রায় 60% এরও বেশি ওয়েব ডেভেলপার ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম ব্যবহার করে। যা পিএইচপি, মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেনসোর্স ব্লগিং প্লাটফর্ম ওয়ার্ডপ্রেস দ্বারা কোন প্রকার পিএইচপি মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেন করে প্রফেশনাল মানের সংবাদপত্র, কর্পোরেট ওয়েবসাইট, পার্সশনাল ওয়েবসাইট, কোম্পানী ওয়েবসাইট, -কমার্স সাইট, ক্লাসিফাইড সাইট অথবা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তৈরি করা যায়। যা পিএইচপিতে বা জুমলাতে করতে কয়েক দিন সময় দিতে হতো। কারণেই ওয়ার্ডপ্রেস এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। যে কোন ধরণের একটি ওয়েবসাইট তৈরি করার জন্য বর্তমানে ওয়ার্ডপ্রেস সেরা সিএমএস প্লাটফর্ম। আপনি যদি চান ওয়ার্ডপ্রেস শিখে ওডেস্ক, ফ্রিল্যান্স বা যে কোন মার্কেটপ্লেসে কাজ করবেন- তা তো করতেই পারবেন, তাছাড়া আপনি লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন, বিভিন্ন কোম্পানীতে চাকুরিও করতে পারবেন।

কোর্সে যা যা শিখানো হবে :

. এইচটিএমএল, এইচটিএমএল-
. সিএসএস-
. জাভাস্ক্রিপ্ট
. জে-কোয়েরি
. পিএসডি টু এইচটিএমএল
. পিএইচপি
. ওয়ার্ডপ্রেস 
. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ব্লগ তৈরি করতে হয়
. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি নিউজপেপার তৈরি করতে হয়
১০. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ব্যাবসায়িক সাইট তৈরি করতে হয়
১১. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি অনলাইন শপিং/-কমার্স সাইট তৈরি করতে হয়
১২. ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
১৩. ওয়ার্ড প্রেস প্লাগিন ডেভেলপমেন্ট

Leave a Reply

www.uit.com.bd. Powered by Blogger.