Online Outsourcing Training Center in Uttara Dhaka Bangladesh: Home based online IT work for you

Uttara InfoTech (UIT) is a leading Online Outsourcing Training Center and Freelancing Job Provider company in Uttara, Dhaka, Bangladesh. We are training peoples, how to earn from money home. It is very excellent and easy income source from home based. For this kind of Job, you need a Computer and Internet connection only. We will training everything how can you will work, source of work, payout system, Buyer communication, O-Desk, Freelancer, E-Lance, Script Lance etc.

We can get job from many kinds of source. Mainly we are working by two methods; 1)  Bid System Job and 2) Non-Bid System Job.

Bid System Job: 

For Bid System Job, we need to Bid O-Desk, Freelancer, Elance, Scriptlance etc. For this kinds of work you need good knowledge on English and good skill on job. Because it is very competitive. You should need to challenge Hundreds of Freelancer. Without good knowledge/skill you could not get job in this sector. But...

It is very good news that we are training people on O-Desk, Freelancer, Elance, Scriptlance etc. Yes... you must be overcome this kind of challenge if you take Online Outsourcing Training from us. We are ensure that you will get job within a week.

Non-Bid System Job: 

You can earn money from Internet by doing Non-Bid System Job. You can find this type of job from many sources; Microworker, Mutes Worker, My Easy Task, Job Boy, PTC, PTS etc. are providing Non-Bid System Jobs.

You can also earn a handsome amount from Google Adsense and Affiliate Marketing. They are also provide revenue who are working there site/product.

Online Outsourcing Training Courses:

 Our Course Details


FREELANCER: PROFESSIONAL WEB DEVELOPMENT
  • HTML
  • CSS
  • Java Script
  • JQuery
  • Slider Animation Development
  • PHP
  • MySQL
  • Wordpress
  • Photoshop (Basic)
  • Dream Weaver
  • Web Hosting
  • Domain
  • C-Panel Maintenance
  • Odesk & Freelancer
Course Fee 12,500/-
Duration 3 months

FREELANCER: PROFESSIONAL GRAPHICS DESIGN
  • Photoshop
  • Illustrator
  • Logo Design
  • Banner Design
  • Odesk
  • Freelancer
Course Fee 8,500/-
Duration 2 months

FREELANCER: Affiliate Marketing
  • Advance SEO full course 
  • Wordpress/Blogging
  • E-Bay, Amazon, Click Bank etc.
  • Adsense (Google, Adbrite, Bidvertiser etc)
  • Payment System
  • Master Card
Course Fee 10,500/-
Duration 2 Months

FREELANCER: Search Engine Optimization (SEO)
  • HTML
  • CSS
  • Hosting C-Panel Maintenance
  • On Page Optimaization
  • Keyword Research
  • Meta Keyword Analysis and submission
  • Meta Description
  • Meta Title
  • Search Engine Submission
  • Backlink and link building
  • Off Page Optimaization
  • Social Media Marketing
  • Forum Posting
  • Bookmarking
  • Blogging
  • Artical Submission
  • Directory Submission
  • Ad posting
  • Odesk & Freelancer
  • Master Card
  • Payment System
Course Fee 10,500/-
Duration 24 workding days


পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রীল্যান্সিং কোর্স এ ২০% মূল্যছাড় !! 20% rate of freelancing course on the occasion of holy month of Ramadan !!



আপনি জানেন কি ? বাংলাদেশ এর প্রায় ৩ লক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন।

শুধুমাত্র সঠিক গাইডলাইন এর অভাবে আয় করতে না পেরে অনেকেই কাজ জানা স্বত্তেও বেকার জীবন যাপন করছেন। তাই ফ্রিল্যান্সিং আপনার জন্য হতে পারে একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। একটি ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ নিয়ে খুব কম সময়ে ঘরে বসেই অনলাইনে আয় করতে পারেন।
বেকার যুব সমাজকে আয় করার উপযোগী ও নারীদেরকে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।
আউটসোর্সিং / ফ্রীল্যান্সিং ?

আউটসোর্সিং (Outsourcing) হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে বাইরের কোন প্রতিষ্ঠানের বা ব্যক্তির সাহায্যে করিয়ে নেয়া। আর যে ব্যক্তি এই কাজটি করলেন তার জন্য এটা ফ্রীল্যান্সিং, আর তাকে বলা হবে ফ্রীল্যান্সার । একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা। গতানুগতিক অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার স্বীমাবদ্ধ নয়। কোম্পানিগুলো সাধারণত আউটসোর্সিং করে উৎপাদন খরচ কমানোর জন্য। অনেক সময় পর্যাপ্ত সময়, শ্রম অথবা প্রযুক্তির অভাবেও আউটসোর্সিং করা হয়। মূলত তথ্যপ্রযুক্তি নির্ভর কাজগুলো (যেমন - Web Development, Software Development, Writing & Content, Design, Multimedia & Architecture, SEO/SEM/SMM, Data Entry ইত্যাদি) আউটসোর্সিং করা হয়। যেসকল দেশ এই ধরনের সার্ভিস প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপিন, রাশিয়া, পাকিস্তান, পানামা, নেপাল, বাংলাদেশ, রোমানিয়া, মালয়েশিয়া, মিশর এবং আরো অনেক দেশ।

আউটসোর্সিং / ফ্রিল্যান্সিং কোনো ব্যক্তি তথা দেশের উন্নয়নের সম্ভাবনাময় দুয়ার খুলে দিতে পারে। এই সম্ভাবনাময় ব্যক্তিদের একজন হতে চান ?
এখনি চলে আসুন সঠিক গাইডলাইন পেতে।
আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং # ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৯৭০ ৯০০ ৯৩৩, ০১৬১১ ৪৭২২৩০, ০১৭৮৯ ২০৮৮২৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uttarainfotech.com
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/uttarafreelancing/
https://www.facebook.com/bdfreelancingtraining/
পেইজ লিংক : https://www.facebook.com/uttarainfotech/
https://www.facebook.com/profile.php?id=100011683419886

====== ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনার, ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনার ====== Freelancing Free Seminar

আগামী ১১ ই মে ফ্রীল্যান্সিং এর উপর একটি ফ্রি সেমিনার আয়োজন করা হচ্ছে। বেকার যুব সমাজকে আয় করার উপযোগী ও নারীদেরকে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।
আপনি জানেন কি ? বাংলাদেশ এর প্রায় ৩ লক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন।
শুধুমাত্র সঠিক গাইডলাইন এর অভাবে আয় করতে না পেরে অনেকেই কাজ জানা স্বত্তেও বেকার জীবন যাপন করছেন। তাই ফ্রিল্যান্সিং আপনার জন্য হতে পারে একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। একটি ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ নিয়ে খুব কম সময়ে ঘরে বসেই অনলাইনে আয় করতে পারেন।
যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাদের কথা চিন্তা করেই আমাদের এই ফ্রি সেমিনার।

এই কর্মশালায় যে সকল বিষয় এর উপর বিশেষ গুরুত্ত দেয়া হয়েছেঃ
১। ফ্রিল্যান্সিং কি ?
২। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ?
৩। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ?
৪। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানতে হয় ?
৫। কাজগুলো শিখবেন কিভাবে ?
৬| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ?
৭। কিভাবে মাসে ২০,০০০/- হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করা যায় ।
সেমিনারটি সম্পূর্ণ ফ্রি এবং সকলের জন্য উম্মুক্ত।
বিস্তারিত জানতে আমাদের ফ্রী সেমিনারে আসুন ।
সেমিনার এর তারিখঃ – ১১ ই মে, ২০১৮, শুক্রবার
সময়ঃ- বিকাল ৩ টা – ৬ টা
ঠিকানাঃ- বি এন এস সেন্টার (লিফট - ৫) ৬ তলা, রুম – ৬১৪, সেক্টর – ০৭, উত্তরা, ঢাকা।
যোগাযোগঃ- ০১৯৭০ ৯০০ ৯৩৩
রেজিস্ট্রেশন করুনঃ- https://goo.gl/forms/mWnPjNy1QrdoM4k32

আমাদের অফিসের ঠিকানা_
৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৭৮৯ ২০৮৮২৩, ০১৯৭০ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uttarainfotech.com

“রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন।“ “Learn Responsive Web Designs, Build A Successful Career.”



“রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন।“
ফ্রিল্যান্সিংয়ে সফলতার জন্য টাকার লোভ ত্যাগ করে কাজে দক্ষতা অর্জনের দিকে বেশি নজর দিতে হবে। দক্ষলোকদের সমাদর সবজায়গার মতই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। সেজন্য সবার প্রথমে বিভিন্ন রিসোর্স থেকে কাজ শিখে সেগুলোর বাস্তবভিত্তিক কাজ করে দক্ষতা অর্জন করলেই অনলাইনে কাজের রেট এবং চাহিদা দুটি বৃদ্ধি পাবে। এরকম চাহিদাপূর্ণ অবস্থানে আসার জন্য অবশ্যই কিছুটা সময় দিতে হবে। মনে রাখবেন, অদক্ষ ব্যক্তিদের টাকার পিছনে দৌড়াতে হয়। কিন্তু দক্ষ ব্যক্তিদের পিছনে টাকা দৌড়ায়।
কেন ওয়েব ডিজাইন শিখবেন?
১. শিখতে সময় লাগে কম।
৩. যে কোন কাজের পাশাপাশি শিখে আয় করেত পারেন
২. বর্তমান মার্কেটে চাহিদা বেশী
৩. সম্ভাবনাময় পেশা
৪. ফ্রিল্যান্স বা লোকালমার্কেট বা চাকরীর সুবিধা
৫. সময়ের সাথে ক্রমবর্ধমান চাহিদা
যে সব মানসিকতা নিয়ে আসবেন না
১. আমি ইনভেস্ট করতে চাই, কাজ অন্যকে দিয়ে করাবো।
২, আমি ঠিক মত সময় দিতে পারব না।
৩. আমি মাত্র দুই ঘন্টা সময় দিয়ে আয় করতে চাই।
৪. ৫-৬ মাসের ওয়েট করার ধৈর্য্য আমার নেই।
৫. ক্লাস করেই টাকা ইনকাম করা যাবে।
৬. ট্রেনিং সেন্টারই আমাকে কাজ ধরিয়ে দিবে।
৭. আমি মাসে লাখ টাকা ইনকাম করতে চাই।
অংশগ্রহণকারীরা যা যা পাচ্ছেনঃ
১.প্রতিটি ক্লাস শেসে video প্রেজেন্টেশন দিয়ে দেওয়া হবে।
২.ওয়েব ডিজাইন এর উপর কিছু বাংলা ভিডিও টিউটরিয়াল প্রদান করা হবে।
৩.সকলেই ওয়েব ডিজাইনিং এর রিয়াল প্রজেক্টে অংশগ্রহণের সুবিধা পাবে।
৪.প্রফেশনালদের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়।
৫.অলটাইম স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম।
তাই দেরি না করে চলে আসুন।
আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৯৭০ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uttarainfotech.com

www.uit.com.bd. Powered by Blogger.