What is Meta Tag ? SEO Tips about Meta Tag Setting


অনেকেই হয়ত জানেন না META TAG কি ?

মেটা ট্যাগ হল এমন কিছূ ট্যাগ যা সার্চ ইন্জিনকে আপনার সাইটের ব্যাপারে তথ্য সরবরাহ করবে।SEO এর জন্য মেটা ট্যাগ খুবই জরুরী।মেটা ট্যাগের সাহায্যে সার্চ ইন্জিনগুলো সঠিকভাবে কোন সাইটের ইনডেক্সিং করতে পারে।আপনার সাইটে যদি সার্চ ইন্জিন হতে বেশী বেশী ভিজিটর আশা করেত তাহলে মেটা ট্যাগের কোন বিকল্প নাই।

মেটা ট্যাগের Description আর Keyword এই দুটি খুবই জরুরী

এবার আসি Description কি? Description হল আপনার সাইটের বর্ননা মানে আপনি কি নিয়ে সাইটটি তৈরী করেছেন তার বর্ননা এখানে লিখবেন। আর Keyword হল আপনার সাইটের প্রধান Word  গুলো যেমন www.uttarainfotech.com এর জন্য কি ওয়ার্ড হতে পারে Website Design Company in Uttara, Dhaka, Web Hosting Company in Uttara, Software Development, Domain Registration ইত্যাদি।

আমি এখানে ব্লগারে কি করে মেটা ট্যাগ যোগ করতে হয় তা দেখাচ্ছি অন্যগুলো প্রায় একই।
তাহলে চলুন কাজ শুরু করি। প্রথমে আপনার ব্লগারে লগিন করুন এবার TEMPLATE, এবার EDIT HTML ক্লিক করুন। এবার নিচে দেখুন আপনার ব্লগের সমস্ত কোড গুলো দেয়া আছে
আপনার সাইটের একদম প্রথমেই নিচের কোডটি খূজে বের করুন
DESCRIPTION HERE: আপনার সাইটের বর্ননা লিখুন
KEYWORDS:
আপনার সাইটের কিওয়ার্ড লিখূন
AUTHOR NAME:
আপনার নাম লিখূন

এবার আপনি আপনার মত করে description, keyword দিয়ে দিন। ব্যাস কাজ হয়ে গেল।

এভাবে আপনি প্রতিটি পোস্টের জন্য আলাদা মেটা ট্যাগ যোগ করতে পারবেন। কোন সমস্যা হলে মন্তব্য করুন।

Freelancing Training Center

www.uit.com.bd. Powered by Blogger.